কসবা দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন, ট্রেন চলাচল শুরু
- জাতীয় - অপরাধ দূর্ঘটনা
- ১৩ নভেম্বর ২০১৯ - ৫ বছর আগে
- পড়া হয়েছে - ২৩৯২২
ঢাকা, ১১ নভেম্বর ২০১৯, মঙ্গলবার: সোমবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও অপরদিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস মন্দভাগ রেলওয়ে স্টেশনের প্রবেশ পথে স্টেশন মাস্টার তাকে মেইন লাইন ছেড়ে দিয়ে ১ নম্বর লাইনে আসার সংকেত দেন। ওই ট্রেনের চালক ১ নম্বর লাইনে প্রবেশ করার সময় ছয়টি বগি প্রধান লাইনে থাকতেই অপর দিক থেকে আসা তুর্ণা নিশিতা ট্রেনের চালক সিগনাল অমান্য করে দ্রুত গতিতে ট্রেন চালান। এ সময় উদয়ন ট্রেনের মাঝামাঝি তিনটি বগির সঙ্গে তূর্ণা নিশিতার ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে উদয়ন ট্রেনের তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়। উদয়ন ট্রেনের ১৬... যাত্রী মারা যায়। আহত হয় শতাধিক যাত্রী।
এ দূর্ঘটনাকে কেন্দ্র করে রেলপথ মন্ত্রণালয়ের দুটিসহ পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । এদিকে দুর্ঘটনার পর আজ সকাল ১০টা ৫০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের দুটি কমিটির একটিতে প্রধান যান্ত্রিক প্রকৌশলী মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্যের একটি এবং চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রধান করে ৪ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন ঢাকাগামী তুর্ণা নিশিতা সোমবার দিবাগত রাত ২টার পর মন্দভাগ রেলওয়ে স্টেশনের দিকে রওয়ানা করে। মন্দভাগ রেলওয়ে স্টেশন মাস্টার স্টেশনে প্রবেশের আগেই আউটারে থামার জন্য লালবাতি জালিয়ে সংকেত দেন।
মন্তব্য